আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্স থেকে গত ৭ জানুয়ারি বিমানে দিল্লিতে এসেছিলেন দুই যুবক ব্রায়ন জ্যাকস গিলবার্ট এবং সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া গ্যাব্রিয়েল। অ্য়াডভেঞ্চারের উদ্দেশ্যে এই দুই ফরাসী ভেবেছিলেন দিল্লি থেকে সাইকেলে উত্তরপ্রদেশের পিলিভীট হয়ে যাবেন নেপালের কাঠমাণ্ডু। যেমন ভাবা তেমন কাজ। নেপাল যেতে দুই যুবক ভরসা করেছিলেন গুগল ম্যাপে। কিন্তু, সেই ভরসাই কাল হল। গুগল ম্যাপ অনুসরণ করে ওই দু|ই বিদেশি পৌঁছে গেলেন উত্তরপ্রদেশের বেরেলীতে!
গ্রামবাসীদের দাবি, ওই দুই ফরাসীকে বেরেলীর চুরাইলি বাঁধে দিকভ্র হয়ে ঘুরতে দেখেন তাঁরা। এরপর ওই দু'জনতে স্তানীয়রা রাইলি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পুলিশ দুই বিদেশী সাইকেল আরোহীকে গ্রামের প্রধানের বাড়িতে বৃহস্পতিবার রাতটুকুর জন্য আটকে রাখেন। শুক্রবার তাদের সঠিক রুটে রওনা করিয়ে দেন।
বাহেরি সার্কেল অফিসার অরুণ কুমার সিং জানিয়েছেন, "তাঁদের (দুই ফরাসী সাইকেল আরোহী) পিলিভিট থেকে তনকপুর হয়ে নেপালের কাঠমান্ডু যেতে হয়েছিল। অন্ধকারে গুগল ম্যাপ উভয় বিদেশীকে পথভ্রষ্ট করে। অ্যাপটি তাঁদের বেরেলূর বাহেরি হয়ে একটি শর্টকাট দেখিয়েছিল,সেজন্যই তাঁরা হারিয়ে যায় এবং চুরাইলি বাঁধে পৌঁছায়।"
ওই পুলিশ আধিকারিকের কথায়, "বৃহস্পতিবার রাত ১১টায় যখন গ্রামবাসীরা দুই বিদেশীকে নির্জন রাস্তায় সাইকেল চালিয়ে ঘুরতে দেখেন, তখন তাঁরা তাদের ভাষা বুঝতে পারেননি। দুই বিদেশির সঙ্গে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয়রা দু'জনকেই চুরাইলি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।" বিষয়টি জানতে পেরে পুলিশের সিনিয়র এসপি অনুরাগ আর্য ফরাসী পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং পুলিশকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
